বিষাক্ত বদনে রিক্ত মননে
ভাবিয়া আমি কহিলাম
কি স্বাদ হননে,
ভাবিও শমনে,
বাধা তো নিশ্চিত বিধি বাম।
কুর্নিশে কি ঢাকা যায় মেকি,
জবাব আছে কি রাজা-রাম।
সবাই কি আর দারা-সেকো হয়
সে কথাও তব সত্য,
আজি তবে যদি ছাড়ি দাও সভয়
লুটে পুটে হও মত্ত,
জেনে রেখো তবে,
কাল ভোর হলে নিজ হাতে দিবে,
তোমার চিরনিবৃত্ত।