হাটতে থাকা বালকের মনে শত সহস্র প্রশ্ন,
উত্তরিবার কেও নাই,
বালকের পরিনত মনে পরিপক্ব অনুভূতিরা ভিড় জমায়,
তাকে হাসায়,কাদায়,আশায় বাধায় নতুন বুক,
অদ্ভুত অদৃষ্টের খেলায় তার বুক
নিমিত্ত অবহেলায় শূন্যই পড়ে থাকে,
বালক স্বার্থের মোটা প্রাচীর খুঁজে পায়
মানব মানবীর প্রতিটি সূক্ষ শিরার বাঁকে।
হাটতে থাকা বালকের ক্লান্তি নেই
স্বার্থের পৃথিবী এত ক্ষুদ্র!
বিশুদ্ধতার বিশালতা নেই,
বালকের ক্লান্তি নেই,
সেই সাথে পরিশ্রমের স্পৃহা ও নেই।
একদিন এ বালক ও সাত বিলিয়ন রোবটের দলে নাম লিখাবে।
দিশেহারা বালক,
একটা নিঃস্বার্থ জীবন চেয়েছিলো
ঈশ্বরের দরবারে,
কিন্তু স্বার্থদ্বন্দের এই অদ্ভুত মিশ্রণে,
তারও সেই নিঃস্বার্থ মনন লজ্জায় লুকায় সেই আধারে।