ওহে চার্বাক চেলা
বাধা নাই,
তোমার বিশ্বাসে আমার
তবে,
আমার বিশ্বাসে তোমার হস্তক্ষেপ
এটাই কি তোমার মানবাধিকার।

     ওহে চার্বাক চেলা,
বিশ্বাস যদি অবিশ্বাসে হয়
আমারই বা তাতে কি আসে যায়,
যদি না তুমি আমার শহরে
শেখাও তোমার লীলা।

কিসের স্যাকুলার চর্চায় তুমি মত্ত
এর চেয়েও,
ঢের ঢের বড় মানবতার আমি দত্ত,

      ওহে চার্বাক চেলা
এত সোজা নয় মানবতার নামে খেলা।

ভোগ যদি হয়,
তোমার অন্যায়ের সূখ

জেনে রেখো তবে,
আমিও কিন্তু শির সংশপ্তক।