আমাদের জীবনের পথগুলো ভিন্ন,
কেননা,নিয়তিগুলি ভিন্ন,
চিন্তাগুলি ভিন্ন,
ব্যাক্তিত্ব ভিন্ন,
ভিন্নভাবে বেচে থাকার মাঝেই আমরা কিছু যৌগিক মিল খুজে বের করি,
খুজি প্রতিনিয়ত বেড়ে চলা জটিলতার মাঝে কিছুটা কৃত্রিম প্রশান্তি,
ভুলে যাই বারবার সময়ের সংক্রান্তি,
কেননা,
আমরা সময় হারাই,
অথবা সময় আমাদের,
জীবন ও সময়ের দ্বান্দ্বিক সংকটে,
কেউ কেউ নিজেকে হারায়,
কারোও পথ হারায়,
আবার কেউবা নিয়তি হারায়।


আমরা সবাই পথহারা পথিক,
যতক্ষণ আমরা না ছেড়ে যাচ্ছি এ ধরিত্রী,
এ পথিকদের একটা পথ অভিন্ন,
আমরা সবাই মৃত্যুপথযাত্রী।