যদি থাকি সদা সংকীর্ণ মননে
চিত্ত নাহি খেলে আমারো জ্ঞানে
এমত তাবৎ সুশীল জ্ঞানীরও
হৃদয়ে নাহিকো তাহারো কিঞ্চিত সু- নিমিত্ত।

বিদ্যাপতিরো হে রাশভারী জ্ঞান
কিঞ্চিৎ যদি না থাকে বিনোদ,
বৃথাই যাইবে সকল আওড়ানো বুলি
হে-সুশীল,
মননে রাখো নিজকে আমোদ।

ধরনী তটিনী রহিয়াছে সহস্রাব্দী
লুটায়ে ফেলো নিজো গাত্রকে,
বসিয়া আপ-কে করো সিক্ত সমুদ্রে
শুকাইয়া ফেলো মরুর উত্তাপে।

স্নিগ্ধ বাতাসে শ্বাস টানো,
বক্ষের ব্যাধি যাইবে হারিয়ে,
স্নান করিও চির-নন্দন ঝর্ণাতে
পবিত্র হইবে প্রকৃতির নীড়ে।