আমার চিন্তাগুলো এখনও স্পষ্ট না,
ভাবনা গুলো অপূর্ণ,
আমার নেয়া সঠিক সিদ্ধান্তগুলো ভুল,
নিজের মধ্যে নিজেকে খুজে পাচ্ছি খুব অপ্রতুল,
আন্তর্জাতিক,সামাজিক,প্রাকৃতিক,অতিপ্রাকৃতিক,ভৌতিক ,যৌক্তিক,অযৌক্তিক
সকল সম্পর্ক,জীবন,অবস্থা,অনুভূতি আর চেতনায়
আমার রক্তচাপ পৃথিবীর এনট্রপির সমানুপাতিক,
পৃথিবীর এত জটিল সমীকরনে,
এখন,
আমার ইন্দ্রিয়গুলো সমন্বয়হীন।
মরফির সূত্রই আমার বেচে থাকার একমাত্র ভিত্তি
এত অপূর্ণতায় মাঝে মাঝে মনে হয়,
আমি বোধহয় এখনও সৃষ্টি হইনি।