সকালের সূর্যটা বিষাক্ত লাগে,
দুপুরে সে উগ্র,বিকেলের রোদ্দুরে আমার চোখ পুড়ে যায়,
গোধূলিলগ্ন থেকে আমার স্বস্তির শুরু,
সন্ধ্যারাতের তারা গুলো আমার বন্ধু,
আমার বন্ধুরা প্রত্যেকেই একক ভাবে নক্ষত্র,
সন্ধ্যারাতের আকাশ পুরোপুরি কালো হয় না,কালচে নীল
মৃদু আধারে বাদুড়েরা দেবদূতদের মতো আবির্ভাব হয়,
আমাকে তাদের অন্ধকারের গল্প শোনায়,
আমি শোনাই আলোর।
সময় চলে যায়,বাদুড়ও চলে যায়
যদিও বাদুড়ের গন্তব্য আমার জানা,
সময়ের গন্তব্য কোথায়?
কেন আমি সময়ের সহযাত্রী হতে পারি না?
রাত ফুরিয়ে দেয়,দিন ফুরিয়ে দেয়,কাল,মহাকাল সর্বস্ব গ্রাস করে একা রাজত্ব করছে সময়,
রাতের সময়।
এলোপাতাড়ি ভাবনা উড়িয়ে দেই আকাশবিহারে,
বন্ধুরা ডাকছে,
কত হাজার সময়ের দূরত্ব তবুও স্পষ্ট দেখতে পাচ্ছি,
এই না হলে বন্ধু!
বিস্তীর্ণ খোলা মাঠে বসে চোখে চোখ রেখে তাকিয়ে আছি সহস্র বছর দূরে,
নক্ষত্রবন্ধু কত আপন!
আমার মাথার ওপর এত এত নক্ষত্রবন্ধুর ভার যখন আমি বইতে পারি না,
আমি চলে যেতে চাই,
আমি সময়ের সাথে পার হয়ে যেতে চাই মহাকাল,
আমি রাতের সময়ের গন্তব্যে যেতে চাই।