প্রকৃতি তুমি ডাকছো কেনো আমায় বারবার
বলতে গেলে আমি বলতে পারবো না,
সৌন্দর্য নির্মল অপরূপার
বাক শক্তি আমার যাবে হারিয়ে,
তোমার স্নিগ্ধতার ব্যাখ্যার অভাবে।
তবুও তুমি সকলেরই পাশেই রবে
ভিন্ন সাজ সেজে
সমোঝোতার হিসেব টেনে
বিশুদ্ধতার অপার নিশ্বাসে,
কোথা হতে তুমি আসো কিবা
কোথা যাও কিবা চলে
পূর্ণ করে মোদের খোরাক
নতুন সাজ মেলে।