আমার মৃত্যু যেন হয় অপঘাতে,
নির্মল ঘাসের মাঠে যেন অপদেবতার সাপ আমাকে দংশন করে,
মুখ গাত্র যেন কল্পনার অতীত নীল হয়ে যায়,
কিংবা,
ট্রাকের চাপায় পিষ্ট অথবা রেলের চাকায় টুকরো যেন হই,
হাত,পা,মস্তক যেন ছিন্নভিন্ন হয় এমন ভাবে,
গগন ফেটে যেন সে বীভৎসতায় আষাঢ় নামে,
আততায়ীর হাতে খুন হই যেন আমি,
খুজেও যেন না পায় আমার লাশের এনাটমি,
আমি যেন হয়ে যেতে পারি,
সৌন্দর্যে বিভোর হয়ে থাকা এক চোখা কবিদের অন্তিম সালতামামি।

শমনের সাথে মিলনের সময়,
জনাকীর্ণতা আর আহাজারি তে,
যেন বিঘ্ন না ঘটে,
আমার এই কল্পনার মৃত্যু যেন হয় নিরলে নিভৃতে।