পবিত্র নিশুতি গুলো কেড়ে নিয়েছে কর্পোরেট সুবিধাবাদী শিক্ষা,
আর দিনগুলো নগরযন্ত্রণা,
আত্মদ্বান্দিক মনপবন গোপনে কথা বলে প্রজাপতিটির সাথে,
তোমাদের আলোচনা,আমাকে শোনাও,
পৃথিবীর সব গল্প আমার পুরোনো,
মিনতি করি মন,
নতুন একটা গল্প দাও,
আমার জীবনে একটা গল্পের খুব অভাব।
তোমাদের সংরক্ষিত মগজ আর শিকলি হাত
আমায় আকাশবিহারে যাওয়ার অনুমতি পত্র দেয় না,
তোমাদের হাতগুলো,কলমগুলো যেন তৈরি ই হয়েছে শুধু শমনপত্র লিখার জন্য।
তোমাদের শিক্ষাগুলো জীবিকার জন্য যথেষ্ট,
জীবনকে,শিক্ষাকে জীবিকা করে অহমিকার অট্টালিকায় তোমাদের বাস,
আর আমার নগরে মানবযন্ত্রণা,অভাব আর দীর্ঘশ্বাস,
একটি নতুন গল্পের অভাবে,
আমার জীবনের এখন আর অর্থবাচকতা নেই,অর্থদ্যোতকতা আছে তাও যৎসামান্য।