রজনীর বুকে নিদ্রিত শিশুটি আকাশের বুকে এক ফালি চাঁদ,
তোমার ছলনামোহ কেটে গেছে আমার,অকস্মাৎ।
আমি ছিলাম গোধূলিবেলার তৃষ্ণার্ত চাতক,
কামবিমুখ প্রেমপাতক।
প্রতিনিয়ত খুন করেও তুমি ছিলে নিষ্পাপ কলঙ্কহীন,
আমি প্রেমপাতক।
তোমায় ঘিরে রচিত করেছি কবিতার প্রার্থনাপুস্তক,
আমি প্রেমপাতক।
মহাবিশ্বের প্রবীণ প্রেমদের ভীড়ে আমি ছিলাম নবজাতক,
তুমি ভাবো আমিই প্রেমপাতক।
বিশ্বাস করো,
এ নহে মোর ভর্ৎসনা,নহে প্রার্থনা,
নহে বিশ্বাস বা অবিশ্বাস।
এ মোর কাতর প্রণয়লীলা,
চাক্ষুস দিবালোকে নিয়তির অবহেলা।