অন্তরাল মানে কী?
লুকানো বা আড়াল করা
গহীনে তলিয়ে যাওয়া
না,তা নয়।


আইনস্টাইনের আপেক্ষিকতা
আর অন্তরালের গভীরতা
উভয়ের গঠনে
পার্থক্য নাহি মিলে
এ চর্ম চক্ষে

তুমি টাংস্টেন তাই তোমার
ক্ষয় নাই
আবার তুমি হাইড্রোজেন
তোমার ক্ষয় অবধারিত
তাতে সন্দেহ নাই

অনিশ্চয়তা তোমাকে গ্রাস করবে
হাইজেন বার্গের হাতে
তাই,
অন্তরাল শুধুই অন্তরাল নয়
এটি অসীম শূন্যতা
তবে কৃষ্ণগহ্বর নয়।