ইচ্ছে হয়,
দূর আকাশের মেঘদলে ভীড়ে,
প্রখর রৌদ্রে মেঘের ছাতা হয়ে তোমার পিছু ছুটি,
ক্লান্তভ্রমনে বিস্তীর্ণ মাঠে এলিয়ে শরীরে তোমার নির্লিপ্ত লজ্জা,
আর লিলুয়া হাওয়ায় খুনসুঁটি।
যখন তোমার মন বর্ষণের অপেক্ষায় থাকে,
ভারী বর্ষণে ভিজিয়ে দেই,
সরল চোখে পবিত্রতার দৃষ্টি,
এই হৃদয়ে যার কারণে মাতাল হাওয়ায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি।
ইচ্ছে হয় শীতের সকালে শিশির কণা হয়ে,
সবুজ ঘাসের কোলে বসে তোমার অপেক্ষা করি,
কখন আসবে তুমি,
কখন তোমার পায়ের স্পর্শে শুরু হবে শিশিরের নতুন আলকেমি।
ইচ্ছে হয় নদী হয়ে তোমার,
প্রিয় শহরটার,
বুক চিড়ে বয়ে চলি,
যেন,তোমার প্রিয় নৌকাভ্রমণটুকু এ বুকে আগলে রাখতে পারি।
ইচ্ছে হয় রঙ হয়ে তোমার হাতে লেগে থাকি,
যেন,আমায় তুমি তুঁলিতে করে আঁকতে পারো হৃদয়ের জলছবি।
ইচ্ছে হয় সুর হই তোমার,প্রিয় গানটার,
যেন,হৃদয়ে থাকতে পারি।
ইচ্ছে হয় কল্পনা হই,
যেন তোমার অবচেতনে দেখাতে পারি,
এইটুকু হৃদয়ের কত বিশালতা,
সবটুকু জুড়ে তুমি।
ইচ্ছে হয় ইচ্ছে হয়ে গিয়ে,
তোমার হৃদয়ের ইচ্ছে গুলো পড়ে দেখি,
হিসেব হয়ে গিয়ে তোমার হৃদয়ের জটিল হিসেবের সহজ সমাধানে নিজেকে মুক্ত করি,
ইচ্ছে হতে হতে এখন আমার আর কিছুই ইচ্ছে হয় না,
তাই-"ইচ্ছে হলে উপায় হয়" এই সত্য টা বোধহয় আমার বেলায় খাটে না।