মানুষের নিয়তিগুলো কি অদ্ভুত!
কারোও মলিন তো কারোও উজ্জ্বল,
নক্ষত্র কিংবা কারোও কৃষ্ণগহ্বর,
কারোও নিয়তির ক্ষুধা অসীমে,
কারোও নিয়তি ক্ষুধাহীন নিষ্ক্রিয় পরশপাথর,কম্পমান
স্রোতের মতো বয়ে চলা গতিশীল নিয়তিও বিদ্যমান।
কারোও রাজনিয়তি,আকাশের মতো বিশাল,
কারোও ছেড়া নোট কিংবা সিকি আধুলিতেই তার নিয়তির কটাল,
আর,
কত-শত নিয়তির সুতো কেটে যায় ভূমিষ্ঠ নবজাতকের নাড়ি কাটার মুহুর্তে,
কত সিদ্ধ যোগীর আসন ব্যর্থ হয় রামশ্যামের নিয়তির আবর্তে,
নিয়তি বড় অদ্ভুত!
কারো কর্মই নিয়তি,
কারোও নিয়তিই কর্ম।
এ বড় অদ্ভুত!
এমন কেউ কি আছে,নিয়তিহীন?