শির খানা নত মুবাল্লীগের,
সমর্পিত করেছে পবিত্র রক্তিম তরবারির কাছে,
শ্বাপদ শত্রুর হাতে ধড়খানা উৎসর্গের,
সারমেয় নর-পৈশাচিক হুল্লোড় এঁটেছে।

ঝান্ডা হাতে ষন্ডাদেহী কাফেরের মূখে উল্লাস,
ধড়হীন সেই শিরখানা বা হাতে
তার,
ডান হাতে সৃষ্টিনাশের ফরমাশ।

অস্তিত্বের দাবীতে প্রশ্নবিদ্ধ মানবতা,
প্রশ্নবিদ্ধ তোমার ইন্দ্রাসন,
সমূলে ধ্বংস হও হে পরাকাষ্ঠা দেবতা,
ধ্বংস হোক অসৎ প্রহসন।

শকুন মান্যতা আরাধ্যদেবতা,
জিহাদের চাদরে ঢেকেছে,
তাদের কৌশল আর অকর্মণ্যতা
মৃত্যুর শঙ্কায় দানা বেধেছে,
তাদের জীবনের প্রতি বদৌন্যতা।
তারাই কি না,
জিহাদীবেত্তা?