আকাশ তোমার নামের পাশে
ঐ নীলিমা,
তার কোলে ঘুমিয়ে থাকা
ঐ পাখিটা
স্বপ্নডাঙার বুনোহাওয়ার
চুপটি কথা
শোনাবো তাকে নামিয়ে যাও
এই যে এথা,


কলস ফাটা শব্দে ঘুম আমার অর্ধকাচা,
সেই ঘুমেতেই হাওয়ার খামে বলে দেওয়া
ঐ কথাটা,
মনের ভেতর পুষছি সেটা
খুব যতনে,
আমার ভাঙা স্বপ্ন গুলো
জোড়া দিয়ে,
তোমার প্রতি কৃতজ্ঞতাও
এই খামেতেই,
পাঠিয়ে দিবো নেমে আসলেই
নীল পাখিটা,
পায়ে তার বেধে দিবো
সেই কথাটা
আর,
সারাজীবনের জমিয়ে রাখা ভালোবাসাটা,
আর তাতেই ছিল
তোমার মনের চুপটি কথা,
সেই কথাটাই জমানো ছিলো
আমার ঘরের হলদে রঙের সেই ঝোলাতে,
যেই ঝোলাতে তোমায় নিয়ে কাব্য লিখা।

কারন আমিই তো আর সবার মতো নই
আমিই আমার উড়োচিঠির বই।