আমার সন্ধ্যের মৃদু আধার আকাশে
হলুদ কবে নামবে,
কবে আমার নিঃসঙ্গতার,
দ্বিপ্রহর ঘনিয়ে আসবে,
কবে আমার আকাশ বসন্তে,
কাশফুলেরা মেঘ হয়ে ভাসবে।

শিমূল ফাটা হালকা তুলো,
স্বল্প হাওয়ায় ভাসবে ভালো
চঞ্চলাদের খেলাধুলো,
কাশফুলেদের অভাবগুলো,
একাকিত্ব কি কাটবে,
বলো?


আমার প্রানের স্বল্প আলো
জীবনের ক্ষুদ্র কথা গুলো,
অস্পষ্ট হয়ে থাকা লিখা গুলো
আরোও অস্পষ্ট হয়
এ মৃতপ্রায় প্রানের স্বল্প আলোয়,

রংচটা মন রঙিন হবে,
সেই আশাতেই প্রহর কাটে,
রাত্রি জাগা স্বপ্নগুলো,
বাস্তব কবে হবে।