অসত্য পরম শীর্ণ মনুষ্যত্ব
সূখের এ ধরায় আনিতে নৈরাজ্য,
মেকি বিশ্বাসের উপর নাই
কোনো উত্তম পথ্য,
তিলার্ধ সত্য ও যেন শ্রেয়
রহিতে বিশাল বপু জনশ্রুতির অসত্য।
সত্য যুগের যেমন ভারী নিজ সত্ত্ব
জাহেলিয়াতও তখনো ছিলো সদা চোস্ত,
সেকালে
অভ্রভেদীয়া না আসিত যদি
সেই ধীমান সত্যান্বেষী,
কি হতো তখন
জাহেলিয়াতের পরিনতি।
এ যুগের যত কথিত কমিউনিস্ট
লড়ে এ মিথ্যে খেলায়
অধিকাংশ তাদের আসনালয় দেখ
যেন,
সেটাই এক অতিকায় মিথ্যের নেস্ট
সুমাধব যদি ধরতে চাও আবার
ওহে অন্বেষী,
তবে চলো সে সত্যান্বেষীর সত্ত্বে
যে পথ তোমাকে বাধিত করবে
চলতে সত্যের পথে।