পাতার সবুজাভ ভাব আমায় ডাকে
আমি বুঝতে পারি,
প্রকৃতি আমায় আলিঙ্গন করতে চায়
আমি বুঝতে পারি,
কিন্তু যাই না সেথা।
আমি তো প্রকৃতির নিয়মের বাইরে
সৃষ্টির নিয়মের বাইরে,
কিন্তু স্রষ্টার নয়
কেননা,
স্রষ্টাও সকল নিয়মের বাইরে
তাই স্রষ্টার উদ্দেশ্যে
সৃষ্টিও নিয়মের বাইরে,
এটা পাপ নয়,
এটা নিয়ম অমান্য করাও নয়
এটাই সফলতা,
পরম সফলতা বা ধ্রুবক সফলতা
যা পরম সত্য ও অবিনশ্বর।