অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে অন্তীমমুখী যাত্রা একটি ফুলের,
সে ফুলটি ছিলো গাছটির এক কিংবা দু'দিনের অহংকার,অলংকার,
পরদিন,
নতুন ধারালো কাচি কিংবা বিষাক্ত নখের আক্রমণে প্রাণ হারালো সে,
দুটো কাঁটা কিংবা দুটো পাতা,একটু লম্বা ডাল সহ,
ফুলের চেয়ে আত্মত্যাগী ও সফল অনুভূতি প্রকাশের মাধ্যম বোধহয় দ্বিতীয়টি নেই,
তাই বোধহয়,
ফুল হত্যায় অপ্রেমিকের জুড়ি মেলা ভার,
আমি এটাও জানি,
কস্মিনকালেও তারা নেবে না এ সুন্দরের নারকীয় হত্যার সুগন্ধি দায়ভার।
ফুলগুলোর জীবনচক্র বড় অদ্ভুত,
মায়ের কোলে থেকে অন্তিমে যাত্রা হবার সৌভাগ্য তাদের থাকে না,
শুনেছি,
সুন্দরের কদর করতে নাকি জানে পৃথিবীর আশরাফুল মাখলুকাত গুলো,
ওরা কতটুকু সৌন্দর্য চেনে?
যেখানে ওদের ফুলের মধ্যেও বর্ণবাদের বুলি ফোটে,হায়!
কিসের মেকি আশায় বসে ভাবি,
এদের মনে পবিত্রতার অভ্যুদয়!
ফুল হত্যায় খুনি গুলোর বাণী,
"ভালোবাসাকে নাকি বুকপকেটে রাখতে হয়",
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি,
প্রকৃত ভালোবাসতে জানো,হে নারকীয় প্রেমিক?
যে ফুলের প্রাণোৎসর্গে নিজের হাজার কথা,হাজার লিখার সার্থকতা পেলে,
কি করেছো আজ পর্যন্ত,
সে ক্ষুদ্র প্রাণের কৃতজ্ঞতার বিনিময়ে?
ফুল,
গাছের সন্তান,তার অলংকার,তার গর্ব,তার অহংকার,তার সীমাহীন যত্নে বেড়ে তোলা এক সমুদ্র অনুভূতির ঐকতান।
সাবধান!
সাবধান!
সাবধান!
একটি শহীদ ফুলের অভিশাপে যেন অনিষ্ট না হয়ে যায় তোমার,
হে খুনি মানবসন্তান।