আমি খুব বেশী কথা বলতে পারতাম না,
তুমি ছিলে খুব দুরন্ত,চঞ্চল,
মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন ডানা মেলে উড়তে তুমি,
আমি ছিলাম আবেগ প্রকাশে পঙ্গু,
তুমি চাইতে
একটা আকাশ তোমার হোক,
একটা পৃথিবী তোমার হোক,
একটা স্বাধীন জীবন তোমার হোক,
যেখানে শুধু একটাই তুমি থাকবে
অথবা হয়তো আরকটা তুমিকে নিঃসঙ্গতার সঙ্গী হিসেবে চাইতে,
আমি মনে মনে তোমার সেই আরেকটা তুমি হয়ে যেতে চাইতাম,
কিন্তু,আমি যে পঙ্গু,
আমার যে তোমার মতো মুক্ত ডানা নেই,
ডানায় পালক নেই।
সৃষ্টি সূখের এত আনন্দেও তোমার বিগত দ্বন্দ তোমাকে ক্ষত বিক্ষত করে প্রতিনিয়ত,
আমি তোমার রক্তাক্ত হৃদয় দেখতাম,
হায়!
আমি যে ছিলাম পঙ্গু,
আমি শুধু স্থীর দৃষ্টিনিপাতে তোমাকে দেখতাম,
তোমাকে বোঝাতে চাইতাম,
কখনোও বলে উঠতে পারতাম না,
শোনো,আজও আমি পারিনি।