একুশ বলতে আমি বুঝি
রক্ত নিয়ে খেলা
আমার মায়ের ভাষার জন্য
ছিনিয়ে আনা বর্ণমালা।
কৃষক,শ্রমিক,মজুর কিংবা ছাত্র
বাদ যায় নি কেহ
নিজ মায়ের ভাষার জন্য
প্রাণ ত্যাগ করেছে দেহ।
মাঠ ঘাট হতে লোকালয়
লাল হয় শকুনের আক্রমণে
তবু পিছু হাটেনি কোনো বীর
লড়েছে সঙ্গোপনে।
অনেক বলিদানে পেয়েছি আমি
আমার মায়ের ভাষা
যে ভাষায় আজ গান ধরে
আমার দেশের চাষা।
বায়ান্নর দুখ-জননী মা আমার
কষ্ট সহেছো দুর্নিবার
তাইতো আজ শপথ করছি,
রক্ত প্রতিদানে কেনা এ ভাষা
কেড়ে নিতে দিবোনা কাউকে আর।।