মনে পড়ে যায়
-আব্দুল্লাহ আল ফাহাদ
যখন ঝরা বকুলের গন্ধ হয়ে তোর
খোলা চুলের ঘ্রাণ ভেসে আসে আমার কাছে,
যখন কাশফুলের সাথে তোর ভালোবাসাটুকু
আবারও উড়ে আসে
তখন তোর কথা বড্ড মনে পড়ে যায়।
যখন কারণে অকারণে মন খারাপের দিনে
বসে থাকি শোবার ঘরের কোণে,
তখন তোর কথা বড্ড মনে পড়ে যায়।
একলা লাগার দিনে যখন
বেসুরা গলায় গুনগুন করতে থাকি,
তখন তোর কথা বড্ড মনে পড়ে যায়।
ঝলসানো রুটির ন্যায় চাঁদ যখন
পূ্র্ণিমা রাতকে আলোকিত করে দেয়,
আমি যখন ছাদের কোণে বসে
তারকা মন্ডলে তোকে খুঁজে বেড়াই,
তখন তোর কথা বড্ড মনে পড়ে যায়।
আশ্বিনের শিশির ভেজা হাওয়ার সাথে যখন
শিউলি বনের সুগন্ধ ভেসে আসে,
যখন বর্ষার কালো মেঘের গর্জনের সাথে
মুষল ধারে বৃষ্টি নামে,
যখন তোর অপূর্ণ স্মৃতি গুলো মেঘের সাথে
আমাকেও কাঁদিয়ে যায়,
তখন তোর কথা বড্ড মনে পড়ে যায়।