আজও সবাই বিদ্রোহী হতে চায়
ছড়িয়ে দিতে সাম্যের বাণী বিশ্বময়
যে সাম্যের বীজ বুনেছিলেন বিদ্রোহী এক
বাঁশি হাতে বিপ্লবী দুখু মিয়া।
যার দ্রোহের আগুনে কেঁপে উঠতো রাজসিংহাসন
প্রতিবাদী কন্ঠে ছিলো দম্ভ লোভীদের বিনাশের কাব্যগাঁথা
যাতে নড়ে উঠে সমাজের বন্দী বিবেক।
তিনি গেয়েছিলেন প্রতিবাদের গান
কোমল হৃদয় যার বজ্রকন্ঠে কেঁপে উঠতো নির্বিকার
আজও প্রতিবাদী হয়ে উঠে ঘুমন্ত মন
তার সুরে,ফেস্টুন-ব্যানার আর জাগ্রত মিছিলের স্লোগানে।
তার ভজন-গজল আর সাম্যের ডাকে
মূমুর্ষ ও খুজে পায় প্রাণ
জুলুম অত্যাচারের বিরুদ্ধে করি যুদ্ধের ঘোষণা
চেনা সুরে আমিও তাই, 'গাহি সাম্যের গান '।
(কবিরা অমর,তাদের গল্প কাব্যে
শুভ জন্মদিনে প্রিয় কবিকে শ্রদ্ধা)