চারিদিকে যেন শিশিরে ছেয়ে যাচ্ছে
কুয়াশার চাদর জড়িয়ে যেন
নিস্তব্ধ হয়ে উঠছে চারদিক
কত না বলা কথা, বলার তীব্র ইচ্ছা
কত স্বপ্ন, কত স্মৃতি বুকফাটা কান্না যেন
চোখের পলকেই কেড়ে নিয়ে যাচ্ছে বুড়িগঙ্গার ঢেউ।
এই বুঝি শেষ,ফুরিয়ে এলো সময়
আর বাড়ি ফিরা হবে না কভু।
এ নদীর ঢেউ,তীব্র স্রোত সাক্ষী
আমি আর কভু ফিরবো না
জীবনের প্রতিটি নতুন ভোর,প্রতিটি স্বপ্ন
নিমিষেই যেন ডুবে একাকার
আমি নির্বোধ,যেন কুয়াশায় তলিয়ে যাচ্ছি।
বন্ধু, আমি তো আর ফিরবোনা
ডুবে যাচ্ছে আমার জীবনের তরী
ক্ষণিকের এ সময় এতো সহজে ফুরিয়ে এলো
থাকবো না আর কভু তোদের দুঃখ-সুখে
ওহে বন্ধু, বিদায়।
আমার এই গলা ভাঙা চিৎকার, এতো আর্তনাদ
তোমরা কি কেউ শুনতে পাচ্ছো না?
মা,আমি ঘন কুয়াশায় হারিয়ে যাচ্ছি মা
চোখের সামনে শুধু নিকষই কালো অন্ধকার
যেন শিশির আমার কানে কানে বলে যায়
বিদায় বন্ধু, চির বিদায়।
জীবনের এত তোড়যোপ, এত প্রতিযোগিতা কি তাহলে এখানেই শেষ?
তীরে দাঁড়িয়ে কে যেন আমায় ডাকছে
চিৎকার করে বলছে ফিরে এসো
তবে আমি তাকে দেখতে পারছি না
আমার চারদিক একটু একটু করে হারিয়ে যাচ্ছে।
চারিদিকে ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে
ঢেউয়ের তালে তাল মিলিয়ে সব অদৃশ্য হয়ে যাচ্ছে
আমি চারদিকে সূর্যের একটু কিরণ খুজতেই যেন
চারপাশ থেকে ঝিঝি পোকারা বলে উঠলো
বিদায় বন্ধু, আর দেখা হবে না কভু।।
বিঃদঃ বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে যারা মারা গেছেন তাদের আত্নার মাগফিরাত কামনা করছি।তাদের জন্য বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা।