কি বলব ভাই দুঃখের কথা
কষ্ট লাগে মনে,
কি যে হবে এই সমাজের
ভাবি সারাক্ষণে।
বিষয় হল নিবার্চন
নেতা হওয়াই মূল,
মূর্খ্য যদি ভাই নেতা হয়
সমাজ হারাবে দুকূল।
শিক্ষিত লোকের কদর নেই
এই সমাজে আর ,
মূর্খ্য যদি ভাই আজ নেতা হয়
নেবে কে সমাজের ভার?
মূর্খ্য যদি ভাই পারতো নিতে
সমাজের দায়ভার,
মনে হয় তখন শিক্ষিত লোকের
হতো না দরকার।
কথাগুলো রেখে মনে
ভুলোনা তুমি যেনো,
মূর্খ্যকে দিওনা তুমি
কদর সম্মান কোনো।
ভাল হলে কথাগুলো
রেখো মনে জমা ,
ভুল হলে ব্যথা পেলে
দিও করে ক্ষমা।