নভ, তটিনী, শিখরী দিয়া
গড়া এ বসুন্ধরা,
প্রভাকর এই সুশ্রী দীপ্ত আমায়
করিয়াছে পাগল পারা ।
শোভনের প্রতি পূজারী আমি
হইয়াছি দিশেহারা,
উদ্ধার কর আমায় উদ্ধার কর
ভালোবাসো মোরে যারা ।
নবিনেরা আজ নব নব কিছু
করিতেছে আবিষ্কার,
দেখে মনে হয় মোর
তৈরি কোন নব ভাস্কর ।
এ অবনীর মহে পড়িয়া
ভালবাসিয়া এক কামিনী,
তাহার প্রেমের অতলে হারাইয়া
জাগিয়া কাটিয়াছে যামিনী ।
চারিদিকে এত রঙের বাহার
আর, আমার এত আবেগ,
ভাবিনাই কখনো হইতে হইবে
পৃথিবী হইতে গায়েব ।
নতুনের ছোঁয়া, কামিনীর প্রেম
সাথে ঐর্শয্য মিলিয়া,
মহাপ্রয়ান দিনের কথা হায়
গিয়াছি আমি ভুলিয়া ।