একুশ আমার গর্ব, একুশ আমার চেতনা
রক্ত দিয়ে অর্জিত ভাষা একুশ মোরা ভুলবো না।
বছর ঘুরে আবার এলো স্মৃতিময় সেই দিন,
যারা রক্ত আনলে ভাষা শোধ হবে না সেই ঋণ।
রাজপথে যারা শরীর হতে ঢেলে দিলো তাজা খুন,
দেশের তরে ,এ সংসারে আছে কি মহৎ কোন গুন।
বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণ,
সম্মান জানাই বাংলার তরে যারা করলে জীবন দান।
রাখবো মোরা সারাক্ষণ স্মরণ তোমাদের অবদান,
ভেবোনা তোমরা দেবোনা হারাতে এই দেশের সম্মান।