চেহারায় কি আসে যায়,মনুষত্বের হয় ক্ষয়,
চেহারা দিয়ে যায় না করা মহৎ কিছু জয়।
শোনো মোর বন্ধুগণ,চেহারার চেয়ে গুণই ধন
এ ধরায় দৃষ্টান্ত আছে এমনই অনেক জন।
কার বক্তৃতায় আলোড়ন ওঠে
ব্যক্তি সে কোন জন,
সে এক গুণী নেতা,প্রায়ই শুনি তার কথা
নামটি তার আব্রাহাম লিংকন।
ছিলনা ভাল দেহের গঠন,চেহারা নয় সুন্দর
বুঝতে হবে তবুও কেন তার এত কদর।
আশা করি আমি,বুঝতে পারছো তুমি
চেহারা ছাড়া কতই না গুরুত্ব গুণের,
তোমার হতে নিলাম সময় কিছুক্ষনের ,
উদাহরণ গুণীব্যক্তি আব্রাহাম লিংকনের।