বাতাসে ভাইরাস, সমাজেও তাই
চারিদিকে প্রিয়জন, বিশ্বাসি নাই!
অল্পতে কেঁদে ফেলে,বেশি হলে হাসে,
বিপদে দূরে থাকে,সু-সময়ে পাশে।
একে একে ভাই-বোন,সবই মোর দেখা,
বুঝে গেছি এ-ভূবনে আমি বড় একা।
ভালবাসা মুখে মুখে শূন্য-যে মন,
সামান্য মানবতা খুবই প্রয়োজন।
বাতাসে ভাইরাস, মগজেও তাই,
পৃথিবীতে আজ আর সম্প্রীতি নাই।