শুনেছি সরকারী হাসপাতালে গেলে
ফি ছাড়াই বেশ সেবা নাকি মিলে,
ঘুরে ঘুরে দিদি ও দাদাদের দ্বার
সিরিয়াল মিলানোটা বড়ই যে ভার,
খেয়ে খেয়ে আয়া আর চা বয়'র ঝাড়ি
যদিওবা একশো তিনে পৌছাতে পারি,
ডুকে দেখি ডাক্তার, বাবু বাবু ভাব তার
একবার চেয়ে বলে,টেস্টগুলো দরকার!
অতপর ছোটে চলি গতিতে
তার দেয়া টেস্টগুলো করিতে.....
এবার আর সরকারি নাম নাই
পদে পদে ষোল আনা দাম চাই!
তবু ভালো আয়াগুলা বিনয়-ই
রিপোর্ট আসে ঠিক ঠাক সময়-ই।
ঘুরে ফিরে আবারও ডাক্তার
এখন নাকি যেতে হবে প্রাইভেট চেম্বার,
ভিড় ঠেলে ভিতরে ডুকতেই
দারোয়ান ডেকে বলে ফিস চাই!
কষা-কষি দরা-দরি করি নাই
আচরনে বোঝা যাবে তাহলে কষাই।