একদিন খুব নাম ডাক হবে
মা-বাবার খুব চাওয়া,
তাইতো আজকে প্রিয়জন ছেড়ে
প্রবাসেতে পাড়ি দেওয়া!

বছরের পর বছর কাটে
হয়না বাড়ি ফেরা,
ঘুরে ফিরে সেই একটাই কাজ
জীবন-টারে গড়া!

এক যোগ হলো প্রবাস জীবন
বাবা-মা আজ বুড়ো,
তাদের আকুতি আর না বাবা
এবার বাড়ি ফিরো!

বোনের বিয়ে, ভাইয়ের চাকরী
কতশত কিছু বাকি,
এখন বলো কেমন করে
দেশে গিয়ে বসে থাকি!

আর ক'টা দিন সবর মা'গো
গ্রীন-কার্ড হবে পাওয়া,
তুমার কথা রাখব আমি
পূরন করিব চাওয়া!

হঠাৎ করেই টেলিফোন আসে
ওপারেতে চিৎকার,
কি হয়েছে বলছে না কেউ
দিচ্ছে আমায় ধিক্কার!

প্রবাসে আমি সফল অনেক
নাম ডাক আজ বেশ!
তোমাদের চাওয়া পূরন করিতে
হয়নি দেখা শেষ।

তুমরা বুঝি দেখছো এখন
কবর থেকেই সব'টা!
মাটির নিচে আওয়াজ কি পাও
ছেলের নাম আর ডাক-টা?