যে চেতনার ভারে লাঠি হাতে
তুমি তেড়ে আসো তুমার ভাইয়ের পানে!
তুমার এমন চেতনার কথা
তুমার মা'কি জানে?

তুমার এমন প্রবল চেতনা
কোথা হতে বলো আসে,
তুমার বাবায় দেনার দায়ে
চোখের জ্বলে ভাসে!

কাহার ডাকে ছুটছো তুমি
লড়ছো কাহার কথায়!
তুমার কঠিন বিপদে সে'কি
কাদবে তুমার ব্যাথায়?

তুমার লাশের দামটা কি যানো
হাজার বিশেক টাকা,
যাদের কথায় মরছো তুমি
ভিতর তাদের ফাকা!

তুমি কি যানো চেতনা বেছে
চলছে তারা বেশ!
তাদের হাতেই জিম্মি আমার
সোনার বাংলাদেশ।