জগতের ভালো লোক দুটি পথে চলে,
মানুষ ভালো তাদের উভয়েরই বলে।
কেও ভালো উপাসনায়, বেশভুশা ভালো,
কেও ভালো সৎকাজে, বেশে জমকালো ।
কারো মন উপাসনায়, করে উপাসনা,
সালাত সিয়াম হজ্জে সর্গের বাসনা।
কারো মন সৎ কাজে, করে সৎ কাজ,
দানে অবদানে গড়ে শান্তির সমাজ।
কারো মন শুধু টানে উপাসনালয়ে,
সামাজিক দায় নেই, নেকি হ্রাস ভয়ে।
কারো মন পড়ে থাকে মানবিকতায়,
খুব বেশি মন নেই হজ্জে যাত্রায়।
প্রকৃতির বাধা-ধরা নিয়মের প্যাচে,
উভয়েরই কিছু কাজ হয়ে যায় মন্দের ছাচে।
জগতের কিছু মানুষ চায় উপাসক,
আর কিছু মানবতার রক্ষক।
সমাজের সবাই চায় না হোক উভয়-ই একজন,
মহান প্রভুর চাওয়া উভয়-ই হোক প্রতিজন।
জগতের কিছু মানুষ কারো চোখে ভালো কারো চোখে মন্দ,
জগতের ওপারে গিয়ে তারাই সফলতায় পাবে আনন্দ।
তবে কিছুটা আশা তাদের থেকে যায়, যারা মানবিক,
মানবতার সেবায় যারা ছিল এগিয়ে হয়ে অগ্রপথিক,
তারা দায় ঠেকে আছে মহান প্রভু্র, যিনি দয়ালু অধিক,
পেলেও পেতে পারে প্রভুর ক্ষমা, এটাই সুদিক।
কিন্তু যারা মানবিকতায় প্রশ্নবিদ্ধ
হোকনা তারা উপাসনায় প্রসিদ্ধ,
দায়ী তারা মানবের, যারা বিক্ষুব্ধ,
প্রতিশোধ পরায়ণ মানুষের কাছেই তাদের ক্ষমা বিধিবদ্ধ।