যে হাত একদিন বিলিয়ে বেড়াতো,
সে হাত আজ গুটিয়ে গিয়েছে।
যে চোখ খুজতো অসহায় মানুষ,
আজ সে চোখ লুকিয়েছে।
যে শিক্ষা হাত ও চোখ পেয়েছে,
তা আজও ভোলেনি।
শিক্ষার কোন অধ্যায় সময়ের সচলতায়,
পথ হারায়নি।
সে শিক্ষা কোন পাঠশালার নয়,
নয় কোন নীতিকথার।
সে শিক্ষা পূর্বপুরুষের জীবন থেকে,
প্রত্যক্ষ বাস্তবতার।
শিক্ষার চর্চা থেমে নেই,
যদিও তার বাস চর্মচক্ষুর অগচরে।
আপন কল্পরাজ্যের পরতে পরতে,
বেড়ে উঠছে আদরে।
অপেক্ষা শুধু সুষম সময়ের...