স্বেচ্ছায় রক্তদান, এ যেন এক অনন্ন্য আত্মদান।
আমার রক্ত বাচাতে কাওকে, রাখছে অবদান।
ধীরে ধীরে প্রতিটি খাদ্যকণা যতনে ভেঙে,
বিন্দু বিন্দু রক্তকণা জমানো শরীর অঙ্গণে।
ফোটা ফোটা নিংড়ে দেওয়া কোন অচেনা অজানা
অসহায় মুমূর্ষ, দাবীদার রক্তের, অচেনা...
আমার রক্তে সচল হবে কোন বাবা, কোন আদরের সন্তান,
কোন পরিবারের অর্থনীতির চাকা ধরে রাখবে তার অবস্থান।
আমার অজানাতেই বয়ে যাবে রক্ত, প্রজন্ম থেকে প্রজন্মে,
এ জেন এক স্বর্গিও সুখ, পাবে না কোথাও কোন জন্মে।