আমি বারে বারে নির্যাতিত হয়েছি,
হারিয়ে ন্যায্য অধিকার।
ঠকেছি কখনো আপন হতে, কখনো পর,
আর শিখেছি বারংবার।
আমি দেখেছি কোন কোন ঠকের মুখে তৃপ্তির হাসি
কারো নিরব অবজ্ঞা।
কেও দুটি কথা দিয়ে সুধিছে ঋণ
দেখেছি তাতে প্রজ্ঞা।
আপরাধ তো মানুষই করে, জুলুমও তাই,
মানুষ মানবিক তাই ভুল করে,
আপরাধ তো তখনি অপরাধ, যখন…
আপরাধী ভোগে অহংকারে।
তার জুলুমে আমি মজলুম নই,
যার আছে এতটুকু বোধ,
আপরাধে যার মনে জাগে,
কিঞ্চিৎ আপরাধবোধ।