কথায় জুলুম,
কাজে জুলুম,
ভাবের দ্বারা জুলুম।
বুঝে করি জুলুম,
না বুঝে জুলুম,
বে খেয়ালে করি জুলুম।
আবেগে জুলুম,
হিংসায় জুলুম,
স্বার্থে করি জুলুম।
জেনে করি জুলুম,
না জেনে জুলুম,
অহংকারেও করি জুলুম।
এত শত জুলুম,
আল্লাহ মালুম,
ক্ষমা হবে কিনা বেমালুম।
মাজলুমের দোয়া,
অথবা বদদোয়া,
ঠেকাবে কে বা কবুল হওয়া?
জুলুমের ব্যাপারে,
বৃহদ আকারে,
প্রয়োজন নিজে সজাগ হওয়া।
নিজ পরিবার,
যারা অধীন আমার,
তাদের সাথে আচরণের,
প্রতিটি বিষয়,
ছোট খাটো যা হয়,
সবি দাবি রাখে বিচারের।
প্রতিটা দিনে,
একা্ নির্জনে,
নিজ সমালোচনা দরকার।
সারাটা দিনে,
জেনে না জেনে,
কার সাথে হলো অবিচার।