ইকরা বি-ইসমি রাব্বিকাল্লাজি খালাক;
পড় তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে।
পড় তাই যা তোমার জীবন চলার সহায়ক;
পড় কোরআন তোমার রাসূল যাহার বাহক।
প্রভুর দেওয়া শেষ কিতাবের প্রথম বাণী পড়,
কোন খেয়ালে পড়া ছেড়ে তুমি সন্ন্যাসী ভাব ধর?
ঐশি জ্ঞানের ধার না ধেরে, খামখেয়ালীর ধোকায় পড়ে,
দুনিয়া-দ্বীনে বিভেদ গড়ে, শুধু উপাসনায় থাকলে পড়ে।
কোরআন ছেড়ে পিছিয়ে গেলে, থাকলে পড়ে আস্তাকুড়ে,
জ্ঞান-বিজ্ঞানের বর্তমানে, লাঞ্চিত আজ বিশ্বজুড়ে।
ইবলিশ তোমায় ফেলে ধোকায়, সন্তুষ্ট হচ্ছে বেজায়,
জ্ঞানের মূলের প্রতি কোনায়, ভুল ঢুকিয়ে শিরায় শিরায়।
কোরআনের জ্ঞান আর্জিতে আজি, কোনভাবেই তুমি নও তো রাজি,
কোরআন ছেড়ে বহু কিতাবের, আশ্রয়ে কর ফতোয়াবাজি।
কোরআন এসেছে অনুন্নত মরা পচা জাতির দেখাতে পথ
ধরিয়ে দিতে শ্রেষ্ঠ হওয়ার কার্যকরী সফল রথ।
কোরআনের জ্ঞান না নিয়ে করছো শুধু সুরে সুরে তেলাওয়াত,
মৃতের স্বরণে, তাবিজ তুমারে করছো কোরআনে দৃষ্টিপাত।
কোরআন এসেছে বলে দিতে তুমি করবে কি কাজ কোন পথে,
কোন কাজ করে উঠবে মুমিন সফল হওয়ার সঠিক রথে।
না বুঝে কোরআন পড়েছো বলেই হয়ে চলেছো লাঞ্ছিত,
প্রভুর দেওয়া নেয়ামত থেকে বিশ্বাসীরাই বঞ্চিত।
কোরআনের জ্ঞান অর্জন ছিল তোমার প্রথম কাজ
জেনে বুঝে নিয়ে গড়ে তোলা এক সোনালী সমাজ।
এখনো আছে সময়, কর গবেষণা, আধুনিক সব চিন্তায়,
বিবেকের কাছে প্রশ্ন কর কি করা উচিত, আর কি নয়।
শয়তানের সব কুমন্ত্রনার ছিন্ন করে জাল,
কোরআন করে গবেষণা, কর তাতে আমল।