একসময়ের আবেগ আর অবাধ্য কামনা,
আজ যখন পরিণত হলো দায়বদ্ধতায়,
তখন তুমি আর আমি বড় বিপাকে!
কেও যেন নজর দিচ্ছি না কারো সীমাবদ্ধতায়।
হয়, আসলে এমনই হয়।
কিছুটা অতৃপ্তি রয়ে যায়।
কিছু কিছু সমস্যার যেন শেষ নেই কোনো,
যেন তাকে বাঁচতেই হবে, টিকতেই হবে।
আবার কিছু দায়িত্ববোধ যেন অনাহূত,
তকে ডাকো কিবা না ডাকো সে আসবে।
হয়, আসলে এমনই হয়।
কিছু না চেয়েও পাওয়া যায়।