আমরা ষোল কোটি মানুষের নব্বই ভাগ,
দাগ! দাগ! তোরা আমাদেরই বুকে শাবল দাগ।

হাতিরঝিলের মাঝে একটা মসজিদ ছিল,
ওটাই নাকি হাতিরঝিলের কলঙ্ক হলো!

আচ্ছা, এতবড় একটা মুসলিম দেশে,
একটা মনোরম প্রাকৃতিক স্থান তৌরি করা হলো,
তার পরতে পরতে খাবার দোকান সাজাতে দিলো,
ওপেন কনসার্টের স্টেজও বানানো গেল,
কৃত্রিম ফোয়ারাও সৃষ্টি করা হলো,
এমনকি ঝিল ভরাট করে স্থাপনার কাজও চললো
শুধু একটা ভাঙ্গাচোরা মসজিদকে সাজানো গেল না!

মুসলিম দেশে সর্বজনীন আর অনইসলামিক,
অনেক কিছুই তৌরি করা গেল হাতিরঝিলে।
শুধু রাখতে দেওয়া হলো না উপাসনালয়,
যেখানে উপাসনা করে মুসলিম জনবলে।

যেদিন ঠুনকো অজুহাতে মসজিদ ভাঙ্গা হলো,
হাতিরঝিলকে করা হলো কলঙ্কমুক্ত।
সেদিন কোটি মুসলমানের কোন প্রতিবাদ ছিল না,
তাই আজ একে একে মসজিদ ভাঙতে ওরা উন্মত্ত।

দোষটা কার?
তোমার?
আমার?
নাকি ওদের?
আজ নিরিবিলি ভাবো একবার।