আমি শুনেছি কত
লেলিন স্টালিন লিংকন মাওয়ের বাণী,
ভ্রান্ত আমি দেখিনি খুঁজে
তোমার কোরআনখানি।
দেখে শত সমস্যা, করেছি তপস্যা
ভ্রান্তির পথ লয়ে,
মুক্তি পেতে শক্তি যত
ধীরে ধীরে গেল ক্ষয়ে।
আমি হাইড্রোজেন গ্যাস
এলোমেলো বাতাসের তালে করি নৃত্য
ইহুদী-নাসারা মুসরিকদের অস্র সাজি
ধ্বংসেই হয় শেষ কৃত্য।

ভৃত্য সেজে বেড়াই ঘুরে
গুন গুন করি তাদের সুরে
কাজের শেষে ফেলে দূরে
ভেবে জঞ্জাল;
অবশেষে অবশিষ্ট দেহের কঙ্কাল।।

আর জেগে নয় ঘুমেরই ভান
রেগে গেল খুব অপমান,
ঠান্ডা মাথায় হয়ে সাবধান;
নিষ্টা নিয়ে চেষ্টা কর্ মন কোরআন-হাদীস ধরে,
চল, সফল হতে নবীর পথে
আল্লাহ্ স্মরণ করে।


শিমুলিয়া, ময়মনসিংহ
১২-৮-২০১৬