যে বাগানে নৃত্য করে ঝড়ে দেয় গো দলে
সেই বাগানে থাকে কি আর চারু,
যে অসুখে দারুণ ভাবে অঙ্গ যায় গো চলে
কি লাভ তাতে মালিশ করে দারু!
পূর্ণপ্রীতি মনে দিলে তালা,
ঝরে পড়ে ক্রমেই মিলন মালা।
তবু যদি সব চলে যায় কেউ না নেয় তার খবর
স্রোত না থামে কাশের রূপে রূপে,
বুকটা ভরে যেমনি থাকে জায়গা মত কবর
তোমায় রাখব তেমনি চুপে চুপে।
দূরাকাশে চাঁদটা যদি হাসে,
সেই- হাসি যেন নদের দুঃখ নাশে!