ঐ আকাশে চন্দ্র হাসে, আমি হেথায় একা
     বিশাল ফাঁকা রইল মধ্যখানে,
ঝপ্সা মেঘের আড়াল দিয়ে যায় যে তবু দেখা
     চুপেচুপে চাই তবু তার পানে।
     স্রষ্টা তারে কি রূপ দিলেন গুঁজে,
     রাসিক জনে তাহার কিছু বুঝে।
সামনে দেখি দীর্ঘ পথ ঐ আরো অতি ব্যাঁকা
     অলীক আলো অমবস্যার শানে।


অধরারে ধরতে গিয়ে আসে বড় ক্লান্তি
     পথে মিলে হাজার রকম বাধা,
আষ্টে-পৃষ্টে ধসে এসে কভু কতক ভ্রান্তি
     মরিচিকায় কভু লাগায় ধাঁধা।
     সামনের সকল বাধা দিব পাড়ি
     পৌঁছিব ঠিক তোমার মনের বাড়ি
পেয়ে তোমায় যুগল মিলে পাব মহা শান্তি
     ভাবি এটা মনটা লয়ে সাদা।