মন তুই যত চাওয়ায় রত
ভরে দিবস রজনী,
ওরে ভোলা সবি ঘোলা
কারণ তারে ভজনি।
সে যে বড় হয়ে ব্যাকুল
ফুঁটাতে চায় প্রেমেরি ফুল
মানতে যদি তাঁহারে মূল
হইতে মহাসজনি।
কাটে বাজে ভ্রান্তি লাজে
আসল থাকে আড়ালে,
মূলে শত ভুলের ক্ষত
বিষাদ দুঃখ বাড়ালে।
এইবার তারে কর স্মরণ
মাফ চাহিয়া কর বরণ
চূড়ান্তে হও তাঁহার ধরণ
যার প্রেমেতে মজনি।