বর্ষার উন্মত্ততায় মাছ খুশি মনে প্রাণে
কাঙ্ক্ষিত যৌবনে ভাসে পেয়ে অবদান
শঙ্খা ধুয়ে করে যেন তারুণ্যের গান
বড় সুখে লীন হয় দুঃখ অবসানে।
তোমারে দেখে আমার হৃদয় বাগানে
ফুঁটে প্রেম ফুল; পাই আবেগী সুঘ্রাণ
হই আত্মভোলা ভৃঙ্গ; মুক্তির সামান;
তৃপ্তির ফসল হাসে খুশির অঘ্রাণে।
পূর্ণিমাতে লাগতে পারে চন্দ্রের গ্রহণ
চন্দ্র-সূর্য যেতে পারে দূর থেকে দূরে
কোকিলেরা বসন্ত না করুক স্মরণ।
চুম্বকের মেরু ধর্মে থাকব তবু ঘুরে
পুষ্পবৃন্ত হয়ে থাকব মনে মস্ত পণ,
গেয়ে যাব প্রেমগীতি মধুময় সুরে।