ঠোঁটে পানীয়ের গ্লাসে তৃপ্ত ছিল মন
আজ ভাবি ছিল বুঝি বাঁচার আধার
ক্ষণিক জীবনে চলে ভবে অভিসার
তাতেও চলে নিয়ত শান্তিতে চরণ।
মোর ঠোঁটে যবে দিলে মধু পরশন,
মনোবাগপূর্ণ; পেয়ে ফলের বাহার।
ধমনীতে চলে শুধু ঝড়ের হুঙ্কার।
অথর্বে স্পন্দ-সঞ্চারী - তুমি শ্রেষ্ঠ ধন!
কোন সুখে মন ছিল সুখী এত কাল
ভাবি আজ সব বুঝি ছিল বিলাসিতা,
ঐ সবে ছিল আসল সুখের আকাল।
ওগো রঙ্গের আধার, হে অপরাজিতা,
তরণীতে তোল রাঙ্গা প্রেমে মাখা পাল;
স্পর্শের স্পন্দন দাও- যৌবন সঞ্চিতা।