পাতাগুলো নৃত্য করে বায়ু মৃদু-মন্দ
পরমানন্দে রংধনু সপ্ত রঙ্গে সাজে,
সিন্ধুর কল্লোল যেন সুধা সুরে বাজে,
কথা যবে বল তব নেড়ে দুই স্কন্ধ!
রাসিকের মন জুড়ে লাগে মহা দ্বন্দ্ব;
বাঁকা হাসি কুঁচকানো ভ্রু, আলোড়িত কাজে
মম মন মজে তব নেয়ামত নাজে
বুঝি পেলে স্রষ্টা হতে চির সেরা ছন্দ!
আকাশের কূলে চাঁদে বিকরিত আলো
বামুনের তরে চলে রেখে মহা ফাঁক
ধরতে উড়ায় নিশান অতি লাল সালু।
আশার ঝাপি গোছানো করে থাক থাক
বায়ু কভু তুলে নিবে ভেবে ছোট্ট বালু
সাধগুলো ঘুরে তবু স্বপ্নে বেঁধে ঝাঁক।