চোখের পিপাসা মিঠে যে রূপ বারিতে
সেই রূপের আধার সারা বাংলা জোড়ে
দৃষ্টি সীমা ব্যর্থ হয় যাক যত দূরে,
বৈচিত্র্যে চোখের ছুটা নতুন তাড়িতে।
প্রিয়ার চুমা নদীর ঊর্মির সারিতে
মায়াবী আঁচল তার মেঘ হয়ে উড়ে।
পাতা জোড়ে কানাকানি রমনীর সুরে,
সর্বত্র প্রিয়ার স্পর্শ কে পারে ছাড়িতে!
যদিও পেটের দায়ে কেউ দূরে চলে
মন থাকে প্রেমময় এ বাংলার বুকে
আকুতির পাখি মাটি নদী তরু জলে।
প্রতিক্ষণে মন জোড়ে প্রতি সুখে দুখে
পূর্ণতৃপ্ত আলিঙ্গন জলবায়ুর বলে;
অষ্ট প্রহরে মধুর হাসি তার মুখে।