বহু দিন কেটে গেল
রাস্তার পাড়ে গাছের নিচে বসে বসে;
একটি ঘরের আশায়, আর একটু সুখ-
ঐ বৃদ্ধ ভিখারিটির।
বহুবার স্বপ্ন দেখেছে- ঘর আর সুখের।
স্বপ্নে বহুবার আবেগে বলেছে সে.....
“বউ, দেহ; এইডাই তো আমাগ ঘর।”
কিন্তু স্বপ্ন মিলায় রাতের আঁধারে,
ঘুমের আমেজের সাথে।
হায়! স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়;
রাস্তার পাড়ে গাছ তলাই
হয় তার বাস্তব ঠিকানা!
(প্রকাশিত-
ধ্রুবক
জুলাই, ২০০৬)